Close Ad close
Breaking
Sat. Sep 7th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ মার্চ | Today's Historical Events 25 Marchআজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ মার্চ | Today's Historical Events 25 March

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ মার্চ | Today’s Historical Events 25 March in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ মার্চ  : Today’s Historical Events 25 March in Bengali : আজকের বিখ্যাত দিনে ২৫ মার্চ ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ মার্চ  : Today’s Historical Events 25 March) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ২৫ মার্চ।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৫ মার্চ | Today’s Famous Day or Important Day in Bengali : 25 March

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ২৫ মার্চ – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 25 March. On this day Important Day in Bengali)

25 March : আজ ২৫ মার্চ – আন্তর্জাতিক দাসত্বের ক্ষতিগ্রস্তদের স্মরণ দিবস। (International Day of Remembrance of the Victims of Slavery)। The day honours and remembers those who suffered and died as a consequence of the transatlantic slave trade, which has been called “the worst violation of human rights in history”, in which over 400 years more than 15 million men, women and children were the victims. The theme of 2021 is : “Ending Slavery’s Legacy of Racism: A Global Imperative for Justice”.

25 March : আজ ২৫ মার্চ – আন্তর্জাতিক ভ্রূণাবস্থা শিশু দিবস (International Day Of Unborn Child)। প্রত্যেক ভ্রুণের জন্মাধিকার আছে, এই উদ্দেশ্যে দিনটি পালিত হয়। It was established by Pope John Paul II to coincide with the Feast of the Annunciation. John Paul II viewed the day as “a positive option in favour of life and the spread of a culture for life to guarantee respect for human dignity in every situation”.

25 March : আজ ২৫ মার্চ – বাঙালি গণহত্যা স্মরণ দিবস।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ মার্চ | Today’s Famous Day in History (Bengali) : 25 March

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ মার্চ | Today’s famous day in the history of India (Bengali) : 25 March

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ মার্চ । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 25 March. Today’s Famous day on 25 March in India. On this day Historical Famous Events in India)

25 March 1505 : ১৫০৫ সালে আজকের দিনে দেশে ফ্রানসিসকো দি আলমেইদা বাইশটি নৌযানের বহর নিয়ে ভারতে শক্তি সংহত করার জন্য পর্তুগাল থেকে যাত্রা করেন।

25 March 1948 : ১৯৪৮ সালের আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র, নাট্যকার ও টেলিভিশন অভিনেতা ফারুক শেখ জন্মগ্রহণ করেন।

25 March 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে ক্রিকেটার যুবরাজ সিং-এর বাবা ক্রিকেটার যোগরাজ সিং জন্মগ্রহণ করেন।।

25 March 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ক্রিকেটার অশোক দিন্দা জন্মগ্রহণ করেন।।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ মার্চ | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 25 March

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ মার্চ : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

25 March 1969 : ১৯৬৯ পশ্চিম পাকিস্থানে আইয়ুব খান পদত্যাগ করেন এবং আঘা মোহাম্মদ ইয়াহিয়া খান সামরিক আইনের অধীনে ক্ষমতা দখল করেন।

25 March 1971 : ১৯৭১ সালের আজকের দিনে মধ্যরাতের দিকে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট চালু করে, পাকিস্তানী সেনাবাহিনী ঢাকা সহ সারা বাংলাদেশে বাঙালির উপর আক্রমণ শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ মার্চ | Today’s famous day in the history of the world (Bengali) : 25 March

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ২৫ মার্চ, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 25 March, Today’s Famous day on 25 March in the World. On this day Historical Famous Events in The World)

25 March 1555 : ১৫৫৫ সালের আজকের দিনে ক্যাপ্টেন অ্যালোনসো ডায়াজ মোরেনো দ্বারা ভ্যালেন্সিয়া শহরটি ভেনেজুয়েলায় আবিষ্কৃত হয়।

25 March 1807 : ১৮০৭ সালের আজকের দিনে ক্রীতদাস বাণিজ্য আইন গড়ে ওঠার মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যে ক্রীতদাস বাণিজ্যের অবসান ঘটে। ব্রিটিশ সংসদ কতৃক ব্রিটিশ সাম্রাজ্য জুড়ে ক্রীতদাস বাণিজ্য নির্মূল করা হয়; জাহাজে করে কোনও ক্রীতদাস পাচার হলে শাস্তি হিসেবে ক্রীতদাস প্রতি £ ১২০ জরিমানা জাহাজ ক্যাপ্টেনের জন্য চালু হয়।

25 March 1914 : ১৯১৪ সালের আজকের দিনে আমেরিকান কৃষি বিজ্ঞানী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নরম্যান বোরলাউগ জন্মগ্রহণ করেন।

25 March 1921 : ১৯২১ সালের আজকের দিনে ফরাসি অভিনেত্রী সিমন সিগনোরেট জন্মগ্রহণ করেন।

25 March 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে ইংরেজ গায়ক, গীতিকার ও পিয়ানো বাদক স্যার এলটন জন জন্মগ্রহণ করেন।

25 March 1975 : ১৯৭৫ সালের আজকের দিনে সৌদি আরবের বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ তার ভ্রাতুস্পুত্র ফয়সাল বিন মুসাইদের গুলিতে রিয়াদের রাজপ্রাসাদে নিহত হন।

আজকের বিখ্যাত জন্মদিন : ২৫ মার্চ | Today Famous Birthdays : 25 March

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 25 March. On this day Famous Birthdays in Bengali)

25 March 1914 : ১৯১৪ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন আমেরিকান কৃষি বিজ্ঞানী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নরম্যান বোরলাউগ (Norman Ernest Borlaug)। তিনি ‘সবুজ বিপ্লবের’ জনক হিসেবে খ্যাত। বিগত শতকের ষাটের দশকে উচ্চ ফলনশীল শষ্য আবিষ্কার করে কৃষি উৎপাদনে বিপ্লব এনে দিয়েছিলেন নরম্যান বোরলাউগ৷ তাঁর এই আবিষ্কারে ১৯৬০ থেকে ১৯৯০ সালের মধ্যে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার খাদ্য উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়ে যায়৷ এই থেকে বেশি সুফল লাভ করে ভারত উপমহাদেশ৷

25 March 1919 : ১৯১৯ সালে আজকের দিনে কোচবিহারে জন্ম গ্রহণ করেন বাংলা ভ্রমণ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাহিনিকার সুবোধকুমার চক্রবর্তী (Subodhkumar Chakraborty)। বিখ্যাত সৃষ্টি চব্বিশ পর্বের ‘রম্যাণি বীক্ষ্য’এর জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

25 March 1920 : ১৯২০ সালে আজকের দিনে গুজরাটে জন্ম গ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতা (Usha Mehta)। She is also remembered for organizing the Congress Radio, also called the Secret Congress Radio, an underground radio station, which functioned for few months during the Quit India Movement of 1942. In 1998, the Government of India conferred on her Padma Vibhushan, the second highest civilian award of Republic of India.

25 March 1925 : ১৯২৫ সালে আজকের দিনে ঘাটালে(পশ্চিম মেদিনীপুর) জন্ম গ্রহণ করেন বাঙালি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক গুণময় মান্না (Gunomoy Manna)। তার উল্লেখযোগ্য রচনাবলি হলো – জুনাপুর স্টীল(পূর্ব খণ্ড) (১৯৬০), জুনাপুর স্টীল (উত্তর খণ্ড) (১৯৬২), শালবনি(১৯৭৮), মুটে(১৯৯২)।

25 March 1948 : ১৯৪৮ সালে আজকের দিনে ভাদোদারে(গুজরাট) জন্ম গ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র, নাট্যকার ও টেলিভিশন অভিনেতা ফারুক শেখ (Farooq Shaikh)। ১৯৭৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন এবং ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত টেলিভিশনে কাজ করেন।

25 March 1971 : ১৯৭১ সালে আজকের দিনে চেন্নাইতে জন্ম গ্রহণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আশিস কাপুর (Aashish Rakesh Kapoor)। He  is a former Indian cricketer who played in four Test matches and 17 One Day Internationals from 1994 to 2000. A right-arm off spinner and right-handed lower-order batsman, he was a member of the 1996 Cricket World Cup squad.

25 March 1984 : ১৯৮৪ সালে আজকের দিনে ময়নায়(পূর্ব মেদিনীপুর) জন্ম গ্রহণ করেন ক্রিকেটার অশোক দিন্দা (Ashok Bhimchandra Dinda)। গতি এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য দিন্দাকে “নৈছনপুর এক্সপ্রেস” বলে ডাকা হতো।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ২৫ মার্চ | Today Famous Deaths : 25 March

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 25 March. On this day Famous Deaths in Bengali)

25 March 2020 : ২০২০ সালে আজকের দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন ভারতীয় বাঙালি আলোকচিত্রী নিমাই ঘোষ (Nemai Ghosh)। তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার জন্য বিশেষ ভাবে পরিচিত। তিনি গুপী গাইন বাঘা বাইন (১৯৬৯) চলচ্চিত্র থেকে শুরু করে সত্যজিৎ রায়ের শেষ ছবি আগন্তুক (১৯৯১) পর্যন্ত তাঁর সঙ্গে স্থির আলোকচিত্রীর কাজ করেন।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ২৫ মার্চ | Today’s History Question and Answer : 25 March | History QNA 

  1. আন্তর্জাতিক দাসত্বের ক্ষতিগ্রস্তদের স্মরণ দিবস কবে পালন করা হয়?

Ans. ২৫ মার্চ (25 March) আন্তর্জাতিক দাসত্বের ক্ষতিগ্রস্তদের স্মরণ দিবস পালন করা হয়।

  1. আন্তর্জাতিক ভ্রূণাবস্থা শিশু দিবস কবে পালন করা হয়?

Ans. ২৫ মার্চ (25 March) আন্তর্জাতিক ভ্রূণাবস্থা শিশু দিবস পালন করা হয়।

  1. বাঙালি গণহত্যা স্মরণ দিবস কবে পালন করা হয়?

Ans. ২৫ মার্চ (25 March) বাঙালি গণহত্যা স্মরণ দিবস পালন করা হয়।

  1. ক্রিকেটার অশোক দিন্দা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৮৪ সালের ২৫ মার্চ (25 March 1984) ক্রিকেটার অশোক দিন্দা জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় ক্রিকেটার আশিস কাপুর কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭১ সালের ২৫ মার্চ (25 March 1971) ভারতীয় ক্রিকেটার আশিস কাপুর জন্মগ্রহণ করেন।

  1. স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতা কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯২০ সালের ২৫ মার্চ (25 March 1920) স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতা জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ২৫ মার্চ – The Famous Day 25 March in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ২৫ মার্চ | Today’s Historical Events : 25 March (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *