Close Ad close
Breaking
Mon. Dec 2nd, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৬ এপ্রিল | Today’s Historical Events 16 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ১৬ এপ্রিল | Today’s Historical Events 16 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৬ এপ্রিল | Today’s Historical Events 16 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৬ এপ্রিল  : Today’s Historical Events 16 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৬ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৬ এপ্রিল  : Today’s Historical Events 16 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৬ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৬ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 16 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৬ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 16 April. On this day Important Day in Bengali)

16 April : আজ ১৬ এপ্রিল – বিশ্ব কণ্ঠ দিবস(World Voice Day)। ১৯৯৯ সালে ব্রাজিলে প্রথম এবং ২০০২ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয় কণ্ঠ দিবস। এবারের প্রতিপাদ্য ‘The Virtual Voice : How to maintain a healthy voice online’.। কণ্ঠের ব্যবহার, যত্ন, রোগের চিকিৎসা ইত্যাদি বিষয়ে মানুষের সচেতনতা বাড়ানোই দিবস পালনের উদ্দেশ্য।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 16 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 16 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 16 April. Today’s Famous day on 16 April in India. On this day Historical Famous Events in India)

16 April 1848 : ১৮৪৮ সালের আজকের দিনে সমাজ সংস্কারক ও লেখক কান্দুকুরি ভিরিসালিঙ্গমের জন্ম হয়। তাঁকে তেলেগুতে নবজাগরণের আন্দোলনের জনক হিসাবে বিবেচনা করা হয়।

16 April 1853 : ১৮৫৩ সালের আজকের দিনে বোম্বাইয়ে প্রথম রেল যাতায়াতের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়।

16 April 1885 : ১৮৮৫ সালের আজকের দিনে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম হয়।

16 April 1896 : ১৮৯৬ সালের আজকের দিনে তামিল ইতিহাসবিদ ভি আর আর রামচন্দ্র দীক্ষিতের জন্ম হয়।

16 April 1903 : ১৯০৩ সালের আজকের দিনে কালকা-সিমলা রেল যাতায়াতের  জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

16 April 1903 : ১৯০৩ সালের আজকের দিনে ভারতীয় ক্রীড়াবিদ বিরসা সিংহ-এর জন্ম হয়।

16 April 1951 : ১৯৫১ সালের আজকের দিনে ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু হয়।

16 April 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে রৌরকেলা স্টিল কারখানার প্রথম চুল্লী কাজ করা শুরু করে।

16 April 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসুর মৃত্যু হয়।

16 April 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মিস ইউনিভার্স-২০০০ বিজেতা লারা দত্তের জন্ম হয়।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 16 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

16 April 1945 : ১৯৪৫ সালের আজকের দিনে  সাংবাদিক আবেদ খানের জন্ম হয়।

16 April 1962 : ১৯৬২ সালের আজকের দিনে বাঙালি রাজনীতিবিদ খান বাহাদুর হাশেম আলি খানের মৃত্যু হয়।

16 April 1966 : ১৯৬৬ সালের আজকের দিনে বাংলাদেশী কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদের জন্ম হয়। তাঁকে আশির দশকের অন্যতম প্রধান কবি বলা হয়।

16 April 1971 : ১৯৭১ সালের আজকের দিনে সিপাহী মোস্তফা কামালের মৃত্যু হয়।

16 April 2001 : ২০০১ সালের আজকের দিনে ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘাত হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 16 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৬ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 16 April, Today’s Famous day on 16 April in the World. On this day Historical Famous Events in The World)

16 April 1867 : ১৮৬৭ সালের আজকের দিনে উড়োজাহাজ আবিস্কারক উইলবার রাইটের জন্ম হয়।

16 April 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে চার্লি চ্যাপলিনের জন্ম হয়।

16 April 1850 : ১৮৫০ সালের আজকের দিনে মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসোর মৃত্যু হয়।

16 April 1912 : ১৯১২ সালের আজকের দিনে হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম মহিলা হিসাবে আকাশপথে ইংলিশ চ্যানেল পারি দেন।

16 April 1917 : ১৯১৭ সালের আজকের দিনে ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে এসে তাঁর প্রখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।

16 April 1917 : ১৯১৭ সালের আজকের দিনে জার্মানির বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে।

16 April 1961 : ১৯৬১ সালের আজকের দিনে কিউবান নেতা ফিদেল কাস্ত্রোর ‘কিউবায় কমিউনিজম ব্যবস্থা’ সংক্রান্ত বিখ্যাত ঘোষণাটি সম্প্রচারিত হয়।

16 April 1958 : ১৯৫৮ সালের আজকের দিনে ইংরেজ ভৌত রসায়নবিদ এবং ক্রিস্টালবিদ রোজালিন্ড ফ্রাঙ্কলিনের মৃত্যু হয়।

16 April 1988 : ১৯৮৮ সালের আজকের দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা খলিল আল-ওয়াজিরের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৬ এপ্রিল | Today Famous Birthdays : 16 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 16 April. On this day Famous Birthdays in Bengali)

16 April 1848 : ১৮৪৮ সালে আজকের দিনে অন্ধ্রপ্রদেশে জন্ম গ্রহণ করেন সমাজ সংস্কারক ও লেখক কান্দুকুরি ভিরিসালিঙ্গম(Rao Bahadur Kandukuri Veeresalingam Pantulu)। তাঁকে তেলেগুতে নবজাগরণের আন্দোলনের জনক হিসাবে বিবেচনা করা হয়।

16 April 1867 : ১৮৬৭ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন মার্কিন প্রকৌশলী ও উড়োজাহাজের আবিস্কারক উইলবার রাইট(Wilbur Wright)। উড়োজাহাজের আবিস্কারক হিসাবে দুই ভাইয়ের নাম একত্রে রাইট ব্রাদার্স হিসাবে পরিচিত। এই দুই ভাইয়ের বড় ছিলেন উইলবার রাইট এবং ছোট ছিলেন অরভিল রাইট।

16 April 1885 : ১৮৮৫ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব উল্লাসকর দত্ত(Ullaskar Dutta)। উল্লাসকর যুগান্তর দলে যোগ দিয়ে বিস্ফোরক নির্মাণে অভিজ্ঞতা অর্জন করেন। তার ফরমূলায় তৈরী বোমা পরীক্ষা করার জন্যে একদল বিপ্লবী বেছে নেন দেওঘরের নিকট নির্জন দীঘারিয়া পাহাড়। ১মে, ১৯০৮ সালে সেই পরীক্ষার দিন বোমা ছোড়ার সময় আহত হয়ে মারা যান বিপ্লবী প্রফুল্ল চক্রবর্তী ও উল্লাসকর মারাত্মক জখম হন। গোপনে কলকাতায় তার চিকিৎসা করেন ডাক্তার ও বিজ্ঞানী ইন্দুমাধব মল্লিক। উল্লাসকরের তৈরি বোমাই ক্ষুদিরাম বসু ও হেমচন্দ্র দাস ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে আক্রমণে ব্যবহার করেছিলেন। তবে এই হামলা বানচাল হয়ে যায়, এবং পুলিশ উল্লাসকর দত্ত সহ যুগান্তর দলের অনেক সদস্যকে গ্রেফতার করে।

16 April 1889 : ১৮৮৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার চার্লি চ্যাপলিন(Sir Charles Spencer Chaplin)। নির্বাক চলচ্চিত্রে যুগে স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র এক স্বর্ণ অধ্যায়। এখনও তাঁকে মানুষ স্মরণ করেন তাঁর সিনেমার চরিত্র দ্য ট্রাম্প নামে। তার সেরা ছবিগুলোর মধ্যে বেশি জনপ্রিয় ‘দ্য গ্রেট ডিকটেটর’, ‘সিটি লাইটস’, ‘দ্য কিড’, ‘মঁসিয়ে ভের্দু’ এবং ‘দ্য গোল্ড রাশ’।

16 April 1896 : ১৮৯৬ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন তামিল ইতিহাসবিদ ভি আর আর রামচন্দ্র দীক্ষিত (Vishnampet R. Ramachandra Dikshitar)। He was a historian, Indologist and Dravidologist from the Indian state of Tamil Nadu. He was a professor of history and archaeology in the University of Madras and is the author of standard text books on Indian history.

16 April 1978 : ১৯৭৮ সালে আজকের দিনে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জন্ম গ্রহণ করেন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী এবং মিস ইউনিভার্স-২০০০ বিজেতা লারা দত্ত(Lara Dutta)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৬ এপ্রিল | Today Famous Deaths : 16 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 16 April. On this day Famous Deaths in Bengali)

16 April 1850 : ১৮৫০ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন মোমের ভাস্কর্য শিল্পী হিসেবে পরিচিত ম্যারি তুসো(Marie Tussaud)। তার পুরো নাম আনা মারিয়া গ্রোশোল্জ। বিয়ের পর তার নতুন নাম হয় ‘মাদাম তুসো’। তিনি মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্ব দরবারে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। মোমের জাদুঘরটি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।

16 April 1896 : ১৮৯৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন সাংবাদিক সাহিত্যিক ও বাউল গান রচয়িতা কাঙাল হরিনাথ নামে পরিচিত হরিনাথ মজুমদার(Harinath Majumdar)। তিনি সর্বসমক্ষে ফকির চাঁদ বাউল নামেও পরিচিত ছিলেন।

16 April 1951 : ১৯৫১ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ(Adwaita Mallabarman)। “তিতাস একটি নদীর নাম” শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন।

16 April 1966 : ১৯৬৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু(Nandalal Bose)। তাঁর ‘জগাই-মাধাই’ এবং ‘সতীর’ মতো চিত্রশিল্প সারা ভারতে জনপ্রিয়তা লাভ করে।

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৬ এপ্রিল | Today’s History Question and Answer : 16 April | History QNA 

  1. বিশ্ব কণ্ঠ দিবস(World Voice Day) কবে পালন করা হয়?

Ans. ১৬ এপ্রিল (16 April) বিশ্ব কণ্ঠ দিবস(World Voice Day)পালন করা হয়।

  1. চলচ্চিত্র অভিনেত্রী এবং মিস ইউনিভার্স-২০০০ বিজেতা লারা দত্ত(Lara Dutta) কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৭৮ সালের ১৬ এপ্রিল (16 April 1978) চলচ্চিত্র অভিনেত্রী এবং মিস ইউনিভার্স-২০০০ বিজেতা লারা দত্ত(Lara Dutta) জন্মগ্রহণ করেন।

  1. ইতিহাসবিদ ভি আর আর রামচন্দ্র দীক্ষিত কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৮৯৬ সালের ১৬ এপ্রিল (16 April 1896) ইতিহাসবিদ ভি আর আর রামচন্দ্র দীক্ষিত জন্মগ্রহণ করেন।

আজকের বিখ্যাত দিনে ১৬ এপ্রিল – The Famous Day 16 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৬ এপ্রিল | Today’s Historical Events : 16 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *