Close Ad close
Breaking
Sat. Sep 7th, 2024

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 3rd June in Bengali

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 3rd June in Bengali
আজকের বিখ্যাত দিনে : The Famous Day 3rd June in Bengali

আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩ জুন।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : Today’s Important Day or Famous Day in Bengali

3rd June : আজ ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস।

আজকের বিখ্যাত দিনে ইতিহাস : Famous day 3rd June in History (Bengali)

আজকের বিখ্যাত দিনে ভারত : Famous day 3rd June in India (Bengali)

3rd June 1915 : ১৯১৫ সালের আজকের দিনে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত করে।

3rd June 1924 : ১৯২৪ সালের আজকের দিনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম করুণানিধির জন্ম হয়।

3rd June 1930 : ১৯৩০ সালের আজকের দিনে প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের জন্ম হয়।

3rd June 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে বৃটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করেন।

3rd June 1972 : ১৯৭২ সালের আজকের দিনে ভারত কর্তৃক নির্মিত আধুনিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধজাহাজ ‘আই.এন.এস নীলগিরি’ নেভিতে অনুমোদিত হয়।

3rd June 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু ষ্টার শুরু করে।

3rd June 2011 : ২০১১ সালের আজকের দিনে হরিয়ানার মুখ্যমন্ত্রী ভজন লালের মৃত্যু হয়।

3rd June 2014 : ২০১৪ সালের আজকের দিনে মহারাষ্ট্রের তৃতীয় উপ-মুখ্যমন্ত্রী গোপিনাথ মুন্ডের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বাংলাদেশ : Famous day 3rd June in Bangladesh (Bengali)

3rd June 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে বিশিষ্ট অর্থনীতিবিদ, সাহিত্যিক, বাংলাদেশের জাতীয় জাদুঘরের ডিরেক্টর ফয়জুল লতিফ চৌধুরীর জন্ম হয়।

3rd June 1960 : ১৯৬০ সালের আজকের দিনে বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশ্বব্যাঙ্কের ভারতের কান্ট্রি ডিরেক্টর পদাধিকারী জুনেইদ কামাল আহমেদের জন্ম হয়।

3rd June 1969 : ১৯৬৯ সালের আজকের দিনে বিশিষ্ট ভাষা বিজ্ঞানী অধ্যাপক মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।

3rd June 1978 : ১৯৭৮ সালের আজকের দিনে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়ী হন।

3rd June 2014 : ২০১৪ সালের আজকের দিনে প্রবীণ সাংবাদিক বেনজীর আহমেদের মৃত্যু হয়।

আজকের বিখ্যাত দিনে বিশ্ব : Famous day 3rd June in World (Bengali)

3rd June 1665 : ১৬৬৫ সালের আজকের দিনে ডিউক অব ইয়র্ক জেমস স্টুয়ার্ট ওলন্দাজ নৌ-রণতরীকে পরাজিত করেন।

3rd June 1924 : ১৯২৪ সালের আজকের দিনে বিশিষ্ট জার্মান ও চেক ঔপন্যাসিক ও ছোটগল্পকার ফ্রান্‌ৎস কাফকার মৃত্যু হয়।

3rd June 1980 : ১৯৪০ সালের আজকের দিনে ডানকার্কের যুদ্ধের সূচনা ঘটে।

3rd June 1959 : ১৯৫৯ সালের আজকের দিনে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা সিঙ্গাপুরকে একটি স্বয়ংশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।

3rd June 1989 : ১৯৮৯ সালের আজকের দিনে চিন সরকার তিয়েনআনমেন স্কোয়ার থেকে অবরোধকারীদের বিতারণের জন্য সেনা প্রেরণ করে।

3rd June 2000 : ২০০০ সালের আজকের দিনে মন্টিনিগ্রো, সার্বিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে।

3rd June 2001 : ২০০১ সালের আজকের দিনে বিশিষ্ট মার্কিন অভিনেতা অ্যান্থনি কুইনের মৃত্যু হয়।

3rd June 2016 : ২০১৬ সালের আজকের দিনে বিশিষ্ট মার্কিন বক্সার মহম্মদ আলীর মৃত্যু হয়।

আজকের বিখ্যাত বিবাহবার্ষিকী : Today Famous Marriage Anniversary


3rd June 1973 : ১৯৭৩ সালের ৩ জুন জয়া ভাদুড়ির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন।

আজকের বিখ্যাত জন্মদিন : Today Famous Birthday

আজকের বিখ্যাত মৃত্যুদিন : Today Famous Deaths

আজকের বিখ্যাত দিনে : The Famous Day 3rd June (Bengali)

আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে : The Famous Day 3rd June (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *