Close Ad close
Breaking
Wed. Dec 4th, 2024
আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ এপ্রিল | Today’s Historical Events 13 Aprilআজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ এপ্রিল | Today’s Historical Events 13 April

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ এপ্রিল | Today’s Historical Events 13 April in Bengali

আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ এপ্রিল  : Today’s Historical Events 13 April in Bengali : আজকের বিখ্যাত দিনে ১৩ এপ্রিল ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো।  দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা (আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ এপ্রিল  : Today’s Historical Events 13 April) পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – আজকের দিনে ইতিহাস বা  ইতিহাসে ১৩ এপ্রিল।

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৩ এপ্রিল | Today’s Famous Day or Important Day in Bengali : 13 April

আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ১৩ এপ্রিল – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 13 April. On this day Important Day in Bengali)

13 April : আজ ১৩ এপ্রিল – আন্তর্জাতিক এফএনডি সচেতনতা দিবস (International FND Awareness Day)।

ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ এপ্রিল | Today’s Famous Day in History (Bengali) : 13 April

ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ এপ্রিল | Today’s famous day in the history of India (Bengali) : 13 April

আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ এপ্রিল । ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 13 April. Today’s Famous day on 13 April in India. On this day Historical Famous Events in India)

13 April 1699 : ১৬৯৯ সালের আজকের দিনে গুরু গোবিন্দ সিংহ শিখদের বৈশাখী খালসা শুরু করেছিলেন। এটি শিখ সম্প্রদায়ের একটি বিশেষ ঐতিহ্য।

13 April 1772 : ১৭৭২ সালের আজকের দিনে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।

13 April 1855 : ১৮৫৫ সালের আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ‘বর্ণ পরিচয়’ প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

13 April 1890 : ১৮৯০ সালের আজকের দিনে ভারতীয় পরিচালক দাদাসাহেব তোড়নের জন্ম হয়।

13 April 1893 : ১৮৯৩ সালের আজকের দিনে মাসিক সাহিত্য পত্রিকা ‘কল্লোল’ পত্রিকা সর্বপ্রথম প্রকাশিত হয়। প্রথম সম্পাদক ছিলেন গোকুল দাস ও দীনেশরঞ্জন দাশ।

13 April 1919 : ১৯১৯ সালের আজকের দিনে রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড- সংঘটিত হয়।

13 April 1947 : ১৯৪৭ সালের আজকের দিনে ভারতের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

13 April 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে অন্ধ্রপ্রদেশের স্পিকার ড. শ্রীপদ ​​রাও নকশালদের গুলিতে নিহত হন।

বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ এপ্রিল | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 13 April

আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ এপ্রিল : ইতিহাসে আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ :  আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)

13 April 1997 : ১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে।

13 April 2018 : ২০১৮ সালের আজকের দিনে রোহিঙ্গা উদ্বাস্তুদের পরিস্থিতি উন্নত হলে যাতে মায়নামারে ফেরত পাঠানো যায়, সেই বিষয়ক একটি  চুক্তি বাংলাদেশ এবং রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের মধ্যে স্বাক্ষর করা হয়।

বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ এপ্রিল | Today’s famous day in the history of the world (Bengali) : 13 April

আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ১৩ এপ্রিল, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 13 April, Today’s Famous day on 13 April in the World. On this day Historical Famous Events in The World)

13 April 1743 : ১৭৪৩ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি টমাস জেফারসনের জন্ম হয়।

13 April 1913 : ১৯১৩ সালের আজকের দিনে নোবেল বিজয়ী আইরিশ সাহিত্যিক শেমাস্‌ হিনির  জন্ম হয়।

13 April 1940 : ১৯৪০ সালের আজকের দিনে নোবেল বিজয়ী ফরাসি লেখক ও শিক্ষক জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও জন্ম হয়।

13 April 1941 : ১৯৪১ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট মাইকেল স্টুয়ার্টের ব্রাউন জন্ম হয়।

13 April 1963 : ১৯৬৩ সালের আজকের দিনে বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু গ্যারি কাসপারভ জন্ম হয়।

13 April 2004 : ২০০৪ সালের আজকের দিনে সুপারসনিক বিমান কনকর্ড অন্তিম বারের মতো আকাশে ওড়ে।

13 April 2015 : ২০১৫ সালের আজকের দিনে নোবেল বিজয়ী জার্মান লেখক গুন্টারের গ্রাস মৃত্যু হয়।

আজকের বিখ্যাত জন্মদিন : ১৩ এপ্রিল | Today Famous Birthdays : 13 April

আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 13 April. On this day Famous Birthdays in Bengali)

13 April 1890 : ১৮৯০ সালে আজকের দিনে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করেন ভারতীয় পরিচালক দাদাসাহেব তোড়ন (Ramchandra Gopal Torne, Also known as Dadasaheb Torne)। He best known for making the first feature film in India, “Shree Pundalik” . This historic record is well established by an advertisement in The Times of India published on 25 May 1912. He is considered the “Father of Indian cinema.”

13 April 1909 : ১৯০৯ সালে আজকের দিনে জন্ম গ্রহণ করেন প্রখ্যাত কণ্ঠ শিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী (Tarapada Chakraborty)। তিনি কলকাতা বেতারে তবলা বাদকের চাকরি নেন। বাংলা খেয়াল ও বাংলা ঠুমরী গানের প্রবর্তক তিনি। সংগীতাচার্য তারাপদ চক্রবর্তী কয়েকটি নূতন রাগের সৃষ্টি করেন। “ছায়াহিন্দোল” তার মধ্যে অন্যতম।

13 April 1940 : ১৯৪০ সালে আজকের দিনে মধ্যপ্রদেশে জন্ম গ্রহণ করেন রাজনীতিবিদ(BJP) নাজমা হেপতুল্লা (Najma Akbar Ali Heptulla)। 

13 April 1940 : ১৯৪০ সালে আজকের দিনে গুজরাটে জন্ম গ্রহণ করেন অভিনেতা দীনেশ হিনগু (Dinesh Hingoo)। He had appeared in over 300 films, from Taqdeer (1967) to Be Careful (2011) and is known for his laughter and impersonations including that of a Parsi businessman.

13 April 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে হরিয়ানায় জন্ম গ্রহণ করেন অভিনেতা পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)।

13 April 1956 : ১৯৫৬ সালে আজকের দিনে পাঞ্জাবে জন্ম গ্রহণ করেন ২৩তম নির্বাচন কমিশনার সুনীল অরােরার (Sunil Arora)।

আজকের বিখ্যাত মৃত্যুদিন : ১৩ এপ্রিল | Today Famous Deaths : 13 April

আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 13 April. On this day Famous Deaths in Bengali)

13 April 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে নকশালদের গুলিতে নিহত হন অন্ধ্রপ্রদেশের স্পিকার ড. শ্রীপদ ​​রাও (Duddilla Sripada Rao)। He was an Indian politician and was a member of the Andhra Pradesh Legislative Assembly representing the Indian National Congress.

আজকের দিনে ইতিহাস প্রশ্ন ও উত্তর : ১৩ এপ্রিল | Today’s History Question and Answer : 13 April | History QNA 

  1. আন্তর্জাতিক এফএনডি সচেতনতা দিবস (International FND Awareness Day) কবে পালন করা হয়?

Ans. ১৩ এপ্রিল (13 April) আন্তর্জাতিক এফএনডি সচেতনতা দিবস (International FND Awareness Day) পালন করা হয়।

  1. ২৩তম নির্বাচন কমিশনার সুনীল অরােরার কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৬ সালের ১৩ এপ্রিল (13 April 1956) ২৩তম নির্বাচন কমিশনার সুনীল অরােরার জন্মগ্রহণ করেন।

  1. ভারতীয় অভিনেতা পরিচালক সতীশ কৌশিক কবে জন্মগ্রহণ করেন?

Ans. ১৯৫৬ সালের ১৩ এপ্রিল (13 April 1956) ভারতীয় অভিনেতা পরিচালক সতীশ কৌশিক জন্মগ্রহণ করেন।

  1. কবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ‘বর্ণ পরিচয়’ প্রথম সংস্করণ প্রকাশিত হয়?

Ans. ১৮৫৫ সালের ১৩ এপ্রিল (13 April 1855) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ‘বর্ণ পরিচয়’ প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

আজকের বিখ্যাত দিনে ১৩ এপ্রিল – The Famous Day 13 April in Bengali

আশা করি এই পোস্টটি বা আজকের দিনে ইতিহাসের পাতায় ১৩ এপ্রিল | Today’s Historical Events : 13 April (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। এই পোস্টটি লেখার জন্য On this day, Wikipedia, Bornglorious, Google এই উৎসগুলো থেকে কিছু তথ্য সাহায্য নেওয়া হয়েছে। প্রতিদিন এরম আজকের বিখ্যাত দিন -The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *