আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 3 December
আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ ডিসেম্বর : Today’s Famous Day in Historical Events : 3 December (Bengali) : আজকের বিখ্যাত দিনে ৩ ডিসেম্বর ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা গুলো, বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের জীবনী এবং গুরুত্বপূর্ণ বিখ্যাত দিনগুলো। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু আমাদের ওয়েবসাইট The Famous Day এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বিশ্বের কিছু ইতিহাস মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩ ডিসেম্বর।
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ ডিসেম্বর | Today’s Important Day or Famous Day in Bengali : 3 December
আজকের বিখ্যাত দিন বা বিশেষ দিবস : ৩ ডিসেম্বর – আজকের গুরুত্বপূর্ণ দিন (Today’s Famous Particular day on 3 December. On this day Important Day in Bengali)
3 December : আজ ৩ ডিসেম্বর – বিশ্ব প্রতিবন্ধী দিবস (World Day of the Handicapped)।
ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ডিসেম্বর | Today’s Famous Day in History (Bengali) : 3 December
ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ডিসেম্বর | Today’s famous day in the history of India (Bengali) : 3 December
আজকের দিনে ভারতের ইতিহাস : ভারতের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ডিসেম্বর । আজকের গুরুত্বপূর্ণ দিনে ভারত : আজকের দিনে ইতিহাসের পাতায় ভারত : আজকের দিনে ভারতের ইতিহাস (Today’s famous day in the history of India (Bengali) 3 December. Today’s Famous day on 3 December in India. On this day Historical Famous Events in India)
3 December 1790 : ১৭৯০ সালের আজকের দিনে লর্ড কর্নওয়ালিস ফৌজদারি বিচারের দায়িত্ব নবাবের কাছ থেকে নিজের হাতে নিয়ে নেন।
3 December 1868 : ১৮৬৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন হরচন্দ্র ঘোষ, তিনি ছিলেন উনিশ শতকের বাঙালি বিচারপতি।
3 December 1882 : ১৮৮২ সালের আজকের দিনে খ্যাতনামা চিত্রশিল্পী নন্দলাল বসু জন্মগ্রহণ করেন।
3 December 1884 : ১৮৮৪ সালের আজকের দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিহার রাজ্যে জন্মগ্রহণ করেন।
3 December 1889 : ১৮৮৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ এক বিপ্লবী।
3 December 1956 : ১৯৫৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন মানিক বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক।
3 December 1982 : ১৯৮২ সালের আজকের দিনে কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে পরলোক গমন করেন।
3 December 1984 : ১৯৮৪ সালের আজকের দিনে ভারতের ভূপালে একটি মার্কিন কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় অন্ততঃ আড়াই হাজার মানুষ প্রাণ হারায়।
বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ডিসেম্বর | Today’s famous day in the history of Bangladesh (Bengali) : 3 December
আজকের দিনে বাংলাদেশের ইতিহাস : বাংলাদেশের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ডিসেম্বর : আজকের গুরুত্বপূর্ণ দিনে বাংলাদেশ : আজকের দিনে ইতিহাসের পাতায় বাংলাদেশ : আজকের দিনে বাংলাদেশের ইতিহাস (Today’s famous day in the history of Bangladesh. On this day Historical Events in Bangladesh)
3 December 1935 : ১৯৩৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নিতুন কুণ্ডু, তিনি ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা।
3 December 1955 : ১৯৫৫ সালের আজকের দিনে বাংলাদেশে বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়।
3 December 1983 : ১৯৮৩ সালের আজকের দিনে বাংলা ভাষায় প্রথম ‘ছোটদের অভিধান’ প্রকাশ করে বাংলা একাডেমী।
3 December 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে বাংলাদেশে প্রথম নারী গ্রন্থমেলা ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
3 December 1999 : ১৯৯৯ সালের আজকের দিনে সাংবাদিক ও শিশু সংগঠক রোকানুজ্জামান খান (দাদাভাই)পরলোক গমন করেন।
বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ডিসেম্বর | Today’s famous day in the history of the world (Bengali) : 3 December
আজকের দিনে বিশ্বের ইতিহাস : বিশ্বের ইতিহাসে আজকের বিখ্যাত দিনে : ৩ ডিসেম্বর, আজকের গুরুত্বপূর্ণ দিনে বিশ্ব, আজকের দিনে ইতিহাসের পাতায় বিশ্ব, আজকের দিনে বিশ্বের ইতিহাস (Today’s famous day in the history of the world (Bengali) : 3 December, Today’s Famous day on 3 December in the World. On this day Historical Famous Events in The World)
3 December 1818 : ১৮১৮ সালের আজকের দিনে ২১তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয় ইলিনয়।
3 December 1851 : ১৮৫১ সালের আজকের দিনে একনায়ক লুই নেপোলিয়নের বিরুদ্ধে প্যারিসের জনগণের বিদ্রোহ শুরু হয়।
3 December 1900 : ১৯০০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রিচার্ড কুহ্ন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত জার্মান প্রাণরসায়নী ও একাডেমিক।
3 December 1933 : ১৯৩৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পল জে. ক্রুটযেন তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ রসায়নবিদ ও প্রযুক্তিবিদ।
3 December 1967 : ১৯৬৭ সালের আজকের দিনে দক্ষিণ আফৃকার কেপটাউনে ডা. ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবারের মত মানবদেহে হৃদপিন্ড প্রতিস্থাপন করেন।
3 December 1976 : ১৯৭৬ সালের আজকের দিনে বিখ্যাত পপশিল্পী বব মারলিকে হত্যার উদ্দেশ্যে পরপর দুটি গুলি করা হয়। তিনি বেঁচে যান।
3 December 2003 : ২০০৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন ডেভিড হেম্মিংস, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
3 December 2013 : ২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন রোনাল্ড হান্টার, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
আজকের বিখ্যাত জন্মদিন : ৩ ডিসেম্বর | Today Famous Birthdays : 3 December
আজকের বিখ্যাত জন্মদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের জন্ম (Today’s Famous Birthdays on 3 December. On this day Famous Birthdays in Bengali)
3 December : আজ ৩ ডিসেম্বর – No Record.
আজকের বিখ্যাত মৃত্যুদিন : ৩ ডিসেম্বর | Today Famous Deaths : 3 December
আজকের বিখ্যাত মৃত্যুদিন : আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ মৃত্যু (Today’s Famous Deaths on 3 December. On this day Famous Deaths in Bengali)
3 December : আজ ৩ ডিসেম্বর – No Record.
আজকের বিখ্যাত দিনে ৩ ডিসেম্বর : The Famous Day 3 December in Bengali
আশা করি এই পোস্টটি বা আজকের বিখ্যাত দিনে ইতিহাসের পাতায় ৩ ডিসেম্বর | Today’s Famous Day in Historical Events : 3 December (Bengali) থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন আজকের বিখ্যাত দিনে ৩ ডিসেম্বর : The Famous Day সম্পর্কে জানতে এই The Famous Day ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।